আমার যখন বয়েস কুড়ি
আকাশ তখন লাল,
চারপাশে শুধুই ফাগুন
আগুন রাঙা সকাল ।

বয়েস যখন চব্বিশ পঁচিশ
বসন্ত যৌবন দ্বারে,
ডালে ডালে পলাশ বকূল
লালে লাল বাহারে ।

পঁচিশের ফলক পেড়িয়ে
ফেরার পথে দিগন্তে,
টগবগ টগবগ রক্ত লাল
হাত ছানি দেয় সীমান্তে ।