ঠক্ ঠক্ নড়ে দাঁত
খক্ খক্ কাশে,
বক্ বক করে শুধু
কেউ নেই পাশে ।
টুক্ টুক্ মুড়ি খায়
চুক্ চুকিয়ে চা,
পিক্ পিক্ করে চায়
লিক্ লিকিয়ে পা ।
ঢগ্ ঢগ্ জল খায়
পক্ পক্ পান,
ফট্ ফট্ করে গাঁয়
লাল পাড় থান ।
মিন মিন চায় বুড়ি
পিন্ পিনিয়ে কয়,
ব'স হল চার কুড়ি
দিন ফুড়িয়ে ভয় ।
ঝির ঝির হিম বায়
তির তির বয় ,
তিল তিল অক্কা যায়
মোর কষ্ট হয় ।