রক্তে আগুন লাগার কথা যেই ছেলেটা বলেছে
আদৌও কেউ দেখেছে কি, কিষের আগুন জ্বলেছে !
যেই ছেলেটা শ্লোগান দিচ্ছে 'রাজাকার-রাজাকার',
রাজপথে লাঠি হাতে আজ চাইছে যার অধিকার,
যেই ছেলেটা দিচ্ছে আগুন দেশের সম্পদে
আমি জানি সেই ছেলেটা নাতি মুক্তিযোদ্ধার ।
শক্ত কাগজ মানচিত্রের পোক্ত চেয়ার রানীর
তবুও কেন অশান্ত ঢেঊ, অস্থির নদীর পানি !
চিতার আগুন জ্বলছে যেন অফিস আদালতে
পিতার লাশ বইছে দেশ রক্ত মাখা স্মৃতিতে ।
বুক চিতিয়ে বুলেট নিতে যেই ছেলেটা এসেছে
সে কি আর ফিরবে দেশে তাঁর অধিকার নিতে !
মায়ের বুক শূণ্য করে যেই মেয়েটা মৃতা
কবরের সুখ নিদ্রায় কৌটা দেবেনাতো ছাতা ,
রীতির রেওয়াজ বলিদান ভোগ করে ওয়ারিশ
তোমরা শহীদ বেঁচে থাকো ইতিহাসের আশীষ,
এই কবিতায় নাইবা হলো বিচার দোষগুণ
শিক্ষা অনেক দিয়েছে ঠিক এই আন্দোলন ।