সাদা তোমি কত দূর!
এই তো সেদিন ছিলে গায়ে
আপিসের পোশাকে,
ছিলে পাতে তরল রাতে
আমে আর চিনিতে।
সাদা তোমি কত দূর!
আকাশের সীমানা কি গেছে হারিয়ে
বর্ষার শেষেই তো আবার শরৎ,
রামধনু খোঁজে খোঁজে আমি হয়রান
পায়রাদের লাগে এখন কাকের মতন।
সাদা তোমি কত দূর!
সেদিন ছিলে এক ঝলকে চোখের ভেতর,
তারও কিছুদিন আগে চিংড়িদের রক্তে
এখন খোঁজে মরি পাতায় পাতায়, নোট খাতায়।
আমি সাদা চাই, সাদা
পবিত্রতা,নীরবতা, আধ্যাত্মিকতায়
এক বুক শান্তি এক রাশ স্নিগ্ধতায়,
লালেদের ভীরে, নীলেদের তীরে
সবুজ শ্যামলে, আকাশী বেগুনী কমলার মিছিলে,
আমাদের বাড়ির অঙ্গনে,
যেখানে রক্তের দাগ কালসিটে হয়ে আছে,
স্পষ্ট দেখি পূর্ণিমা রাতে - জ্যোৎস্নার আলোতে।
আমি সাদা চাই, সাদা হোক আমার চাওয়া পাওয়া অথবা না-পাওয়া।