বসন্তেও ঝড় আসে
কচি পাতা ঝরে,
জঠরে অগ্নি প্রদাহে
দগ্ধ শিশুর আর্তনাদ
"আমি নিস্পাপ, আমি নিস্পাপ"
আমরা সবাই নির্বাক ।
কবিতার জন্মদিতে
কতশত সহবাস,
নির্জন রাত - পূর্ণিমার চাঁদ
কাগজ - কলম - দীর্ঘশ্বাস;
শত শত কবিতার ভ্রুন মরে
খাটের তলায় অনাদরে অবাক ।
সাদা মেঘ আকাশের
ইচ্ছে মতো রং চরাই,
রামধনু এঁকে এক কোনে রেখে
কালো মেঘে ছায় ,
সিঁদুরে মেঘ, নীল আকাশ
ক্যানভাসের এককোনে পাখি এক ঝাক ।