আমায় ছুঁয়ে দেখ,
শীতল স্নিগ্ধ দেহের পরশ তোমায় অবশ করবেই ,
ভালবাসার আবেশ আমার তোমায় কাছে টানবেই ।
এই দেহে শুয়ে আছে অযুত নিযুত তৃপ্তি
রন্ধ্রে রন্ধ্রে করছে বিরাজ প্রেম-প্রীতি-আকুতি ।
আমায় ছুঁয়ে দেখ,
অদ্ভুত এক স্ফুলিঙ্গ আসবে অনুভবে
রক্ত আমার প্রবাহিত বিদ্যুৎ সংশ্রবে ।
ঝলকানি তে ঝলসে যাওয়ার ভয়ে
যে ও না ফিরে, দেখ আমায় ছুঁয়ে ।
আমায় ছুঁয়ে দেখ,
লীন তাপে লাগবে ছ্যাঁকা দাবানল মত
তার গভীরে লুকিয়ে আছে হেমন্ত বসন্ত ;
ক্ষীণ পাপে দুরে থাকা মোনালিসা-বনলতা
আমায় ছুঁয়ে দেখ, আমি অচ্ছুত অচ্যুত ।
আমায় ছুঁয়ে দেখ,
দীনতার ভারে ন্যুব্জ অধীন অধম দিব্যাঙ্গ
হীনতা কুঁড়ে খাচ্ছে সম্ভ্রম, শোণিত নিস্তরঙ্গ ।
চেয়ে দেখো আমার চোখে, ছুঁয়ে দেখো দেহে
সংরক্ত রাত্রির ভোর অনেক দূর, বেঁচে আছি সস্নেহে ।