আমার সাধের একতারা আজ মৃত্যুপথ গামী
অথচ রাগের সুখ সারা সুর তাতেই বাঁধি আমি,
কত লক্ষ কোটি রাগ অনুরাগ বসন্ত কোকিল
বসত করে এই একতারাতে আনন্দ অনাবিল,
আমার সাধের একতারা আজ মৃত্যুপথ গামী
কয়না কথা কাঁদে শুধুই নিস্পৃহ দিবা-যামী ।
আমার সাধের একতারা আজ মৃত্যুপথ গামী
কি করে বুঝাই সে আমার প্রানের চেয়েও দামী,
পলাশ বনের আগুন ঝরা, অপরাজিতা নীল
কৃষ্ণচূড়া'র ফাগুন ওরা, একতারায় কিলবিল ,
আমার সাধের একতারা আজ মৃত্যুপথ গামী
কোথায় পাবো বেসুরো গীতি'র সুরের অন্তর্যামী ।
আমার সাধের একতারা আজ মৃত্যুপথ গামী
স্বপ্নের সাগর অধরা কোলাজ বিস্মৃত আগামী,
দাবানল অবিরল লেলিহান শিখা ঝিলমিল
দূরত্ব বাড়ে ক্রমশঃ প্রশান্তির সু-রাগ অমিল,
আমার সাধের একতারা আজ মৃত্যুপথ গামী
চারিদিকে হাজারো 'তারা, বে'তারা শুধু নিঃস্ব আমি ।