আজকাল আমার সকাল
বাড়ান্দায় নরম রোদে
ভেজা শিউলির গন্ধ,
এক কাপ চা,
চেয়ারের তলায় পোষা বেড়ালের নরম ল্যাজ।
দুপুরটা টিভির টকশো গুলোর
রিপিট টেলিকাষ্ট, ভ্যাপসা গরম
নিজের হাতে ভাত বাড়া
একা একা খাওয়া দাওয়া
বিছানার চাদরে গুরি পিপড়াদের খোঁজ।
বিকেলে লম্বা ছায়ার সাথে
গল্প বলা, হিসেব কষা,
টবের চারাগাছে জল,
টিনের চালার ওপাড়ে
বকুল ডালের কিচিরমিচির
কলাপসেবলের বাইড়ে চেনা মুখ রোজ।
বহুদিনের পুরনো সেই আরাম কেদারা
মশার উপদ্রব, ললিতা মাসীর আরতি,
একঘেয়ে সন্ধাবেলা,
পড়াশোনার মেকি সুর
এবং সাতটায় জি বাংলায় কৃষ্ণকলি
অতঃপর একসাথে সবাই মিলে নৈশভোজ।
রোজনামচার ক্যানভাস যদিও
অনেকটাই এভাবে রাঙানো,
তবুও প্রতিটি ভোর আসে
আরেকটা নতুন সূর্য নিয়ে
কিছু প্রতিক্ষার অবসান
আর কিছু আমার, আমাকে নিয়ে দ্বিধা সংকোচ।