আমার বাবা মুক্তিযোদ্ধা, রক্তে জেহাদ পোষেন,
মুক্তির স্পন্দনে যুদ্ধের দামামা বাবাকে ডাকেন।
সাতচল্লিশে বুক পেতেছিল ইংরেজী বুলেটের সামনে,
ছাতি 'তার তখনো সটান রাজাকার বা হানাদার
যখন কড়া নাড়েন।
আমার বাবার তীব্র প্রতিবাদ
গুঞ্জরিছে উপমহাদেশে,
বাবা'র রক্তের কালো কালো দাগ
রাজপথে ভারত -বাংলাদেশে।
এখনো যুদ্ধ থামেনি বাবা'র
ঔপনিবেশিক শোষণের জালে,
গর্জে উঠেন রাত দুপুরে তেপান্তরের মাঠে ;
একদিন বাবা জিজ্ঞাসে আমায়,
"বলতো খোকা, এ যুদ্ধ থামবে কবে?
থামাতে কি পারিস না তোরা,
ইতি টেনে ইতিহাসে! "
সেই কবে ইংরেজ ফিরে গেছে ব্রিটেনে
রাজাকার নেই আর, হানাদার পাকিস্তানে
তবুও কেন থাকবে বল, হিংসা বিভেদ
শোষণ নিপীড়ন, থাকবে কেন এদেশে আজও
অনাহার অত্যাচার, ছেলেহারা মায়ের ক্রন্দন!
শান্তি প্রতিষ্ঠার লড়াইটা চলছে, সৈনিক ঘরেঘরে
বাবাদের মুক্তি দাও, উঁনারা ক্লান্ত শ্রান্ত স্বপ্ন বিভোরে।