জীবনের খরতাপে স্নিগ্ধ শীতল ছায়া
ঝড় ঝঞ্ঝায় প্রাচীর বিশাল ভরসার ছোঁয়া
শক্ত চোয়াল কোমল হৃদয় স্বপ্ন চোখে বিরাট
জীবন যুদ্ধা আমার বাবা আমার খেলার মাঠ।
শিশুবেলা বুকে পিঠে কৈশোরে মাথায় ঘাড়ে
যখন যেমন ইচ্ছে চারণ খেয়াল খুশীর দ্বারে
রক্ত জল রক্তের টানে রিক্ত সিক্ত প্রাণ
ভীষণ ভালো আমার বাবা আমার সম্মান ।
চাওয়া পাওয়ার নেইকো বালাই সুন্দর স্রস্টা
সন্তানের মঙ্গলে লেখা জীবন পাতার পৃষ্ঠা
সুপ্ত সুখ মনের কোণে রইল চাপা চিরকাল
অবেলায় চলে গেল আমার বাবা আমার সূর্য লাল ।
(বাবা দিবসের ক্ষুদ্র প্রয়াস, বাবার প্রতি শ্রদ্ধার্ঘ্য)