আজব কান্ড লন্ড ভন্ড স্বদেশ যেন খন্ড খন্ড
কোথাও বৃষ্টি কোথাও খরা
কোথাও সুখ কোথাও পীড়া,
কোথাও সাধু সিদ্ধ পুরুষ, কোথাও বা ভন্ড ।
আজব দেশের আজব রীতি হাজার হাজার নির্ঘন্ট
কোথাও শীত কোথাও গ্রীষ্ম
কোথাও মৃত্যু কোথাও জন্ম,
কোথাও শিব তান্ডব চালায় কোথাও নীলকণ্ঠ ।
আজব দেশের আজব মানুষ আজব সব অনুচারী
কোথাও রুটি কোথাও ভাত
কোথাও ঊপোষ দিনাতিপাত,
কোথাও খাবার উদ্বৃত্ত তো কোথাও মরে অনাহারী ।
আজব দেশের আজব পোশাক শাড়ি কোর্তা প্যান্ট শার্ট
কেউবা ধুতি কেউবা লুঙ্গি
কেউবা কুর্তি কেউবা চুঙি
ধর্মের বিধান হয় পরিধান টুপি পাগড়ি জিন্স আঁট ।
আজব এ দেশ ক্ষেত্র বিশেষ জলবায়ূর বৈচিত্র
কোথাও পাহাড় কোথাও সাগর
কোথাও গ্রাম কোথাও শহর
মরুভূমি সমতল মিলেমিশে অবতল দারুন ভূচিত্র ।
আজব দেশের আজব নারীর আজব পরিসংখ্যান
কোথাও পূজিত কোথাও লাঞ্ছিত
কোথাও নির্যাতিত কিংবা অবাঞ্ছিত ,
এ দেশেতে নারী দেবী , তবুও পুরুষই প্রধান ।