আমাকে আর ট্যাগ করিস না
পারিস তো কর আন-ফ্রেন্ড,
লাইক -কমেন্টস ভুলে গেছি
যাচ্ছি ভুলে কমন সেন্স।
স্যোসালের মিডিয়া নাকি
মিডিয়ার স্যোসাল!
দিন দিন বড্ড বাড়ছে
মিডিয়া'রা বেসামাল।
ফেইসবুক লগ আউট
হ্যোয়াটস অ্যাপে নো স্ট্যাটাস
ম্যাসেঞ্জারের আনগ্রুপ
ট্যুইটারে বোগাস।
এই অবস্থায় ঠিক করেছি
করবো আড়াল নিজেকে
এমনি করে অন্তরালে
থাকবো বেঁচে আজ থেকে।
যেমন করে ফেইক আইডিতে
হচ্ছে মানুষ অভিভূত,
এমন করে মেইক ইন্ডিয়ায়
মরছে মানুষ নিয়ত।
এডিট করে ভিডিও পোষ্ট
ক্রেডিট নেয় নেতা,
অডিট করে প্রশাসন
ডিলিট করে শ্রোতা।