আমাদের এই ছোট্ট শহর নদীর স্রোত পাহাড় প্রমাণ
রাস্তার স্রোত অনাড়ম্বর দুটো র স্রোত নয় সমান ।
খরস্রোতা হাওড়ার জলে প্রতি নিমেষে যায় ভাসি
নষ্টা মায়ের লক্ষী ছেলে লক্ষী মায়ের দুষ্ট সন্তান ।
ভাসতে পারে লাখে লাখে গাছ পালা ঘর পশু পাখি,
ভাসতে থাকে রক্ত ভ্রুণ মল মুত্র লাশ, অনুষ্ঠান ।
পাশাপাশি সড়ক গুলো অনেক ফাঁকা তুলনা মূলক,
মানুষের স্রোত থাকলেও মনুষ্যত্ব অনেক কম ।
যতই জোয়ার আসুক না যতই ডাকে বান,
যায়না ভেসে সন্ত্রাস লোভ ভাসে না ধর্ষণ কাম ।
তবুও এই শহর আমার জন্মভূমি, মায়ের সমান
এখানেই আছে সুখ দুঃখ ঘাত প্রতিঘাত মান অভিমান ।
ইট পাথরের হাড় পাঁজরে তিলোত্তমার আঁচল প্রমাণ
অট্টালিকার অভিজাত নয় শান্তির নীড়, সুখ আবহমান।
আমাদের এই ছোট্ট শহর গর্বোজ্জ্বল স্মৃতির মহান
সৃষ্টি কৃষ্টি আতিথ্যে আন্তরিক, উর্দ্ধে অবস্থান ।