জীবন যেমন কথা বলে আমরা বলি তাই
জীবনের এই ইচ্ছেনদীর শেষ বুজি নাই !
আমি চাইলেই জীবন যদি
নদীর মতো আঁকা যেতো
বুকের মধ্যে নিতেম যতো বহমান আবর্জনা
ধুয়ে মুছে সাফ হতো সব পাপ - নোংরা-গঞ্জনা
এপাড় ওপাড় জুড়ে দিতেম বানিয়ে দিতেম অঙ্গনা ।
আমি চাইলেই জীবন যদি
দাঁড়িয়ে থাকা পাহাড় হতো
রোজ আকাশে এঁকে দিতেম রাঙিয়ে মেঘ রঞ্জনা
দাবানলের শিখায় বেঁধে সুখের কষ্টকল্পনা
অরণ্য গহীনে লুকিয়ে রাখতেম সাধের পাখি খঞ্জনা ।
আমি চাইলেই জীবন যদি
আকাশের মতো উদার হতো
মেঘ বিন্যাসে বিছিয়ে দিতেম সুখ নিদ্রার বিছানা
নিষ্পলকে তাকিয়ে থাকতেম তারার দেশে একটানা
শূন্যের বুকে লিখে রাখতেম অচিন দেশের ঠিকানা ।
আমি চাইলেই জীবন যদি
পথের মতো অশেষ হতো
ক্লান্ত পথিক বুকের মাঝে গভীর রাতে ঠাঁই পেতো না
রক্তে রাঙা পায়ের ছাপে রাঙিয়ে থাকতো ধূলি কণা
অজানার লক্ষ্যে এগিয়ে চলার হতেম শত প্রেরণা ।
জীবন যেমন কথা বলে আমরা বলি তাই
হয়না জীবন আকাশ নদী পাহাড় পথ কোনোটাই !