পুর্নিমা রাত আকাশে চাঁদ
জ্যোৎস্না জোনাকিতে রহস্যময়
অনুজ্জ্বল আলেয়ারআলো পেরিয়ে
আবার অমানিশার রোমান্টিক
নিশ্ছিদ্র আধার রাত ;
বড় ধাঁধাময় রাসায়নিক সম্পাত
বাঁশঝাড়ে জ্জলে উঠে ভ্রংশার বিলাপ।
শীতল পরশ দিয়ে পাশ কাটে শঙ্খচূড়
নিস্তব্ধতার বুকচেরা কলনাদ
নিষ্পাপ রোয়া শিশুর খন্ডিত দেহাঙ্গে
কালভৈরবীর দিগ্বসন নাচ এবং রাত্রিবাস ;
কাক শেয়ালের প্রহরধ্বনি, কুহেলিকার অন্তর্বাস
আমার ভালোলাগা শ্মশানের বসবাস
অথবা ভালো না লাগা অনাকাঙ্ক্ষিত আশ -পাশ।