আজকাল উঁনারা আর শাণ দিতে ভাবেন না
মান নিয়ে বেঁচে থাকেন, জ্ঞান দিতে আসেন না ।
আজকাল উঁনারা আর শুধু জান নিয়ে বাঁচেন না
রুটি-কাপড়া-মকান অঊর যান পেতে ছাড়েন না ।
আজকাল উঁনারা আর দান নিতে ভাবেন না
বৃত্তির ফারাক খুঁজে, ভিত্তির ফারাক পান না ।
আজকাল উঁনারা আর গান গাইতে আসেন না
আসেন সুর বিকোতে প্রাণ জুড়াতে পারেন না ।
আজকাল উঁনারা আর মানের ধার ধারেন না
সর্বত্র পা চাটেন, কান মলতেও থামেন না ।
আজকাল উঁনারা আর বাদ-প্রতিবাদ করেন না
প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের জীবন হারান না ।
আজকাল উঁনারা আর মোমের মিছিল করেন না
মুক মিছিলে কালো ব্যাজ বুকে ধারন করেন না ।
আজকাল উঁনারা আর প্রেস ব্রিফিং দ্যান না
প্রেস দেখলে ড্রেস খুঁজে , মুখে রা' করেন না ।
আজকাল উঁনারা আর ভাষায় আগুন ঝরান না
দ্বিধা দ্বৈত আপোষ সুত্রে তথ্যের সত্য বলেন না ।
আজকাল উঁনারা আর অস্তিত্ব নিয়ে ভাবেন না
যমালয়ে জীবন্ত মানুষ বিলীন হতে চান না ।।