রাজপথ কিংবা গলি
চলার পথে কোন দিন
চোখ নামিয়ে দেখিনি
পীচ ঢালা পথের ক্ষতে
অযুত নিযুত বৃত্তান্ত বিলাপ ।
আকাশের সীমানা বেয়ে
অবশেষে রোল বাজে কানে
দলনে বিক্ষত কোটি কোটি কীটের কান্না ।
চাঁদ তারার আড্ডা শেষে
শৃঙ্গ হয়ে গিরিখাত পেরিয়ে
পদতলে যেতে যেতে চেয়ে দেখি
মাটি সব সরে গেছে অনেক আগে
নীলে নীলে এখন শুধু হাঙড়ের হাঁ ।
দেহের দলিত ক্ষ্তে চিমটি কেটে টের পাই
যেটুকু বেঁচে আছে ...অহমিকা
হয়ে আছে পুঁতি দুর্গন্ধময় ।