সুপ্রিয় সকল কবি বন্ধুগন, আগরতলায় অনুষ্ঠিতব্য আগামী সম্মিলনকে ঐতিহাসিক ও সর্ব্বতো ভাবে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে স্মারক পুস্তিকা প্রকাশের যে পরিকল্পনা নেওয়া হয়েছে , এই কাজটি সুন্দর ও সার্থক ভাবে সম্পন্ন করতে গেলে আমাদের মধ্যে যে প্রানোচ্ছলতা প্রয়োজন তার প্রথম ধাপ হলো , যথা সময়ে লেখা পাঠানো ; যদিও দুঃখজনক তবুও বলছি দেশ বিদেশের অনেক কবি (পূর্বের আলোচনায় যাদের নাম তালিকায় রয়েছে) আমাদের আগামী সম্মিলনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বা জানাচ্ছেন এমনকি অনেকেই (ভারতীয় কবি) প্রতিনিধি ফি ও ফান্ড পাঠিয়েছেন তবে আমাদের এই স্মরনিকার জন্য আপনাদের বাছাইকৃত লেখাটি দেন নি । এ কারনেই আজকের দিনে গত পোষ্টের দেওয়া শেষ তারিখকে আগামী ১৫ ই জুন ২০২৩ পর্যন্ত বর্দ্ধিত করা হলো ।
প্রিয় কবিবন্ধুগন, এই পাহাড়ি কন্যা ত্রিপুরার মাটি ধন্য হোক আপনাদের পাদষ্পর্শে । আগরতলার আকাশ বাতাস মুখরিত হোক বাংলা কবিতা ডটকম-এর কবি, সাহিত্যের আনন্দ হিল্লোলে । এই স্মরণীয় দিন যেন ইতিহাসের পাতায় লেখা থাকে তারই ছোট্ট এক প্রয়াস আমাদের এই স্মারক পুস্তিকা । আপনারা যারা অংশগ্রহণ করবেন বলে ভাবছেন,অথচ এখনো চুরান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনাদের জন্য রইল আমার আন্তরিক আহ্বান - আসুন, প্রতিবন্ধকতাকে দূরে ঠেলেই আমরা আজকে সমস্ত দূরত্বকে অতিক্রম করে একে অপরের এতটা কাছাকাছি আসতে পেরেছি, আগামীদিন আমাদের এই আত্মিক বন্ধন আরোও সুদৃঢ় হবে এই প্রত্যাশা রাখি ।
আগরতলা সম্মিলনে অংশগ্রহণকারী কবিগনের প্রতি বিনীত অনুরোধ আগামী ১৫ ই জুন ২০২৩ তারিখের মধ্যে আপনারা স্বরচিত ১৬ লাইনের কবিতাটি (নিজের সম্পাদনায় শুদ্ধ করে) আসরে পোষ্ট দিয়ে নীচে "বাংলা কবিতা স্মারক" কথাটি লিখে দিন । ছাপার জন্য আপানার প্রোফাইল পিকচার ও পরিচিতি সম্পাদনা করে আপডেট করে নিন ।
এখনও পর্যন্ত যেসকল কবি স্মারক পুস্তিকার জন্য আসরে কবিতা পোষ্ট করেছেন :-
১) কবি কবীর হুমায়ূন ।
২) কবি সুদীপ মুখার্জ্জী ।
৩) কবি অভিজিৎ দাস ।
৪) কবি পরিতোষ ভৌমিক ।
৫) কবি লতিফুর রহমান প্রামাণিক ।
৬) কবি শ্রী সমীর প্রামানিক ।
৭) কবি ডক্টর মোঃ জাকির হোসেন বিপ্লব ।
৮) কবি স্ব্পন বিশ্বাস ।
৯) কবি মল্লিকা রায় ।
১০) কবি শ্রী বিভুতি দাস ।
১১) কবি শেখ মোঃ খবির উদ্দিন ।
১২) কবি শ্রী যাদব চৌধুরী ।
১৩) কবি অবিরুদ্ধ মাহমুদ ।
১৪) কবি ফরিদ হাসান ।
১৫) কবি রিংকু রায় (ধ্রুব্তারা কবি)।
১৬) কবি মোঃ বুলবুল হোসেন ।
১৭) কবি রূপক মুখার্জ্জী ।
১৮) কবি শ্রী সঞ্জয় ঋজু ।
১৯) কবি সরদার আরিফ উদ্দিন ।
২০) কবি রিঙ্কু রায় (ধ্রুবতারা কবি) ।
২১) কবি সৌমেন বন্দ্যোপাধ্যায় ।
২২) কবি মহঃ সানারুল মোমিন ।
২৩) কবি আনসারুল ইসলাম ।
২৪) কবি পলাশ দেবনাথ ।
২৫) কবি অনুরাধা চক্রবর্তী।
২৬) কবি বিদ্যুৎ বরণ বারিক *।
২৭) কবি মুকুল সরকার (নির্মলেন্দু কবি) ।
২৮) কবি হিমেল দত্ত ।
২৯) কবি সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি ।
৩০) কবি গোপাল চন্দ্র সরকার ।
৩১) কবি সৈকত পাল (নীরব দুপুর) ।
৩২) কবি জে আর এ্যাগ্নেস ।
৩৩) কবি বিশ্বজিৎ শাসমল(স্বপ্নচর) ।
৩৪) কবি মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী)।
৩৫। কবি স্ংহিতা ।
৩৬) কবি সুখেন্দু মাইতি ।
৩৭) কবি আকুল শেখ ।
৩৮) কবি শম্পা রায় ।
৩৯) কবি সোমদেব চট্টোপাধ্যায় ।
৪০) কবি শ্যামল কুন্ডু ।
ধন্যবাদান্তে -
পরিতোষ ভৌমিক ,
আগরতলা, ত্রিপুরা, ভারত ।