গত দিন, অনেক দিন
কত দিন, নেই জানা
স্বভাবের শেকড় ছিড়ে
অভাবের তাড়না
জ্যোৎস্না মাখা আঁধার রাত
ফুটপাথ ঠিকানা ।
উকুন ভরা ঝাঁকড়া চুল
দুটো চোখ টানা টানা
ছেঁড়া জামা খালি পা
সম্ভ্রম অচেনা
খদ্দের তবুও আসে যায়
পোশাকি রাতকানা ।
গত দিন, চিরদিন
দুঃখ বিদায় নেয় না,
ওখানে লাথি উষ্টা
এখানে বেদনা
শারীরিক অত্যাচার ঠিক
চলছে রোজানা ।
এক দিন, কয় দিন
স্বপ্ন দেখায় দিওয়ানা,
ভাঙ্গা ডেরা আঁশটে গন্ধ
কুসুম সুখ রান্না বান্না
রাত পোহালে সূর্য ঢাকে
আঁধারের ঠিকানা ।