সুর্য মামা ঘুমিয়ে গেছে এই শহরের বুকে
আঁধার অচল নীরব এখন অলসতার শোকে
যেইটুক আঁধার নেমেছিল চিপা গলির মুখে
লাবনীদের ভিড়ে সেইটুক সরগরম সুখে ।

হাসছে শহর রাতের বেলা আলোকোজ্জ্বল রূপে
যদিও কৃত্রিম আলো যায় না লাবনীদের ঝোপে,
তাইতো
   ওরা বেড়িয়ে পরে সন্ধ্যে হলেই গলির মোরে
   বেড়া - বেড়ী খুঁজে ওরা রোশনাইয়ের দূরে ।

অচল আঁধার শোকে পাথর সভ্যতার নীড়ে
অবক্ষয়ের নামতা শেখে ভিড়ে সাগর তীরে,
যাপিত জীবন এখন নিতান্তই ক্ষীণ সংকীর্ণ
অযাচিত গ্রাম নির্জন নীরব কিংবা গহন অরণ্য ।