এক ফালি চাঁদ ছিল আকাশে
এক ফালি চাঁদ আমার দিঘীর গভীরে,
আমি জানালার এপারে বিষাদ সিন্ধু বুকে
ওপারের কোন রোদ থুক্কু জ্যোতস্না
আসেনা আমার ঘরে,
আমার বাড়ির সামনে দিয়ে
সেই কবে চলে গেছে - শববাহী গাড়ি
রুধি রঙে সুখ দুঃখ আবেগ অভিমান
রাঙা জামা গায় চাঁদের সাথে করে বসবাস।