নিবারন, আমার গামছাটা দে
যেতে হবে ঐ পাড়াতে
বিচার সভায় সবার আগে ;
খলিলুল্লাহ বিচার চাইছে
সঠিক বিচার দেশটাতে
এবং তার বউটাকেও,
কি সব এখন পরকীয়া
ওসব সে বুজে না তো!
সে জানে তার সন্তানেরা
না খেয়ে হয় মরবে,
নইলে ওদের সৎ মা
ওদের গলা টিপে মারবে।
বঊটা বড় বেহায়া,
বেয়ারা চাল চলনে,
নিজের জগৎ চিনে ভাল
সংসার যাক রসাতলে।
মায়ার কান্দা কান্দে না সে
নেই কো লজ্জা ভয়,
মুখ উঁচিয়ে গলা ঝাড়ে
আইনের কথা কয়।
খলিলুল্লাহ গোবেচারা
মুখ বুজে সব সয়,
বেগতিক দেখলেই তার
হাত চলে, দুর্জয়।
নিবারন, তোর বউ কোথায়
বাড়িতে না বাপের বাড়ি?
সে অবশ্য অনেক ভাল
যায়না ঘর ছাড়ি।