একটা সময় নেশা ছিল খুব
বাজার থেকে যোগার করে
পশরা সাজিয়ে নগদ লেনদেন
মাধ্যম মন্তব্যের সঞ্চয় বাড়ানো।
তেতো মিঠে পিঠে পায়েস
হাজার প্রশংসা হিংসা দ্বেষ
মনে মনে, কথায় কথায়
শব্দে শব্দে, পাতায় পাতায়।
হঠাত কেমন পাল্টে গেছে
বাজার, ক্রেতা বিক্রেতার
নেই বাহার, মন্দার করাল গ্রাসে
আরেকটা সংযোজন, "ব্যস্ততা"।
সব কিছু মিলেমিশে অদ্ভুত এক
পরিবর্তন আমার মাঝে, অস্তিত্বের
সংকটে এসে ঠেকেছে, তোমার
অজন্তা মূর্তির মৃন্ময়ী কি চিন্ময়ী রূপের দ্বন্দে।
বেচে থাকো তুমি " কঠিন শব্দ"
যুতসই মানানসই গৌরবময় পংক্তির
আড়ালে, বাজারের ভিড়ে, মহার্ঘ্য হয়ে
মূল্যবৃদ্ধির এই চুরান্ত শিখড়ে।
আমার নেশা ঘূর্ণিপাকে
মহাকালের গর্ভ থেকে আরেকবার
ছিনিয়ে আনার চেষ্টা চলছে, চলবে।