ছাদনাতলার ঝার বাতিটা আজও বড় স্পষ্ট
লাল নীল রং হয়নি ফিকে
এতটা বসন্ত পরেও,
রোজকার ঝক্কি ঝামেলা চলছে যেমন চলছিল
চাল চুলোর অভাব স্বভাব
ভালবাসা স্বত্ত্বেও,
সেই সে স্কুলবেলা, পার্কে অবেলা অতঃপর
এক ছাদ এক বিছানা
দিন রাত তবুও,
আমার তোমার সম্পর্ক
লবন আর লবঙ্গ,
রূপে গুনে কিছুতেই, মিল নেই মোটেই
তবুও নামের মধ্যে এক অদ্ভুত ছন্দ
আমি লবন তোমি লবঙ্গ।