ঘাসের ডগায় পবিত্র শিশির বিন্দুর
নিষ্পাপ অপলক দৃষ্টি,
শিউলি তলায় সবুজ কিশোরীর
অবুজ কারু - কৃষ্টি,
মোহময়ী সোনালী রোদের
কাশফুলে আবহ সৃষ্টি,
আকাশে মেঘের ভেলা অথচ
অজান্তে একরাশ বৃষ্টি ;
মা তোমার - মা আমার বিতর্কে
দুরের মাইকে আবৃত্তি,
মিউনিসিপালিটির শাড়িতে
দুর্গাদের রাস্তার পরিপাটি,
দেখতে দেখতে কেটে গেল
আরেকটা শরত আরেকটা আরতি ।
রাস্তায় রাস্তায় মোড়ের মাথায়
প্যান্ডেলের কঙ্কাল কথাবলে,
কোথাও পকেটের হিসেব নিকেশ
কোথাও পাপ-পূণ্যের জবানবন্দি।
নদীজলের কঙ্কাল হাতছানি দেয়
দুমুঠো ভাতের হদিশ,
দুর্গা এন্ড কোং আবার এসো 'মা
চাই যে তোমার আশীষ।