স্মৃতির পর্দায় যতো অপরাধ ঝোলে-
সংশয়ে আশ্রয় নিয়েছিলে জায়নামাজের কোলে
সংকটের সংকোচে কমে গিয়েছে আলো,
দিগম্বর সূর্যকে গালাগাল তাই নগ্ন হয়েছে বলে!
প্রাত্যহিকের সেলোফেনে জড়ানো সময়
ফেলে এসেছে তার নিগৃহীত সন্তানকে,
আপসের লোভে সে গিলেছে শেষ জোছনা-
পূর্বপুরুষের স্মৃতি উদরে ভরে রেখে!

তবুও স্বস্তি মেলেনা
কুয়াশায় জমে ওঠে হাজার বছরের ভয়-
“ঈশ্বরও কি আমার নয়?”
শুষ্ক নদীরা অনাহূত বয়ে চলে,
ক্লান্ত বিহঙ্গের অক্ষম সঙ্গমে-
নতুন প্রজন্মের জন্ম হয়।

কোহকাফের দালাল এসে
অক্ষমের সে সন্তান চুরি করে নেয়-
যে নাকি হবে নতুন সাইকি!
নীলনদে ভাসিয়ে যুগান্তরের প্রার্থনা,
চিরন্তন প্রেমের ভুয়ো সাক্ষ্যে-
ভেনাসের ঈর্ষায় জল ঢালবে নাকি!

অতঃপর..
আরেকটি ক্লান্ত সকাল এসে
কারও মনকে মেরে দিয়ে যাবে,
অনন্ত দোযখবাসে-
সে মন পূর্ণতা খুঁজে পাবে।