যে রাতেরা এখনও জেগে থাকে,
আমি তাদেরই বলছি-
জীবন ভীষণ উষ্ণ;
তার উত্তাপে আমি জ্বলছি।
যে সময় গেছে ঝড়ো হাওয়ায়,
আমি তাকেই ডেকে বলছি-
দেখো, তোমার কথা ভাবতে গিয়ে
আমি হিসেব ভুলে যাচ্ছি!
দিনরাত এখন ভীষণ ক্লিশে
জোছনা গিয়েছে নিয়নে মিশে
আরণ্যক মনটাকে রোজ
প্লাস্টিকে মুড়ে ফেলছি!
অহর্শ আমি ছ্যাঁচড়ার মতো
জীবনের পিছে ছুটছি-
যন্ত্রমানব হয়ে নগরের পথে
একই বৃত্ততে ঘুরছি!