তমসাক্লান্ত, ভীষণ উষ্ণ নাগরিক রাত শেষে
উদাসীন ভোর ভিজিয়েছে মন বরষা নিয়ে এসে
তবু সুখ নেই, পল্লব ঘ্রাণ হীন-
ধূলোমাখা এই বাতাসের ফিসফাসে!
আরণ্যক পৃথিবীর যাযাবর মন
তোমার গন্ধ খোঁজে কেবলই বুভুক্ষ নিঃশ্বাসে ।
কেমন আছো তুমি, স্বর্গের তৃণভূমি?
তোমার মাটিতে আমার গন্ধ এখনও কি পাও তুমি?
কাশিয়ানিজারার প্রতিটি পাতার কাছে
এখনও আমার হৃদয় যে বাঁধা আছে-
ঝরা পাতার মর্মরে তুমি
আমাকে কি পাও খুঁজে?
লক্ষ নিয়নে ভাসতে থাকা এ শহরের আয়োজনে
হৃদয় আমার তৃষিত একটু জোছনার প্রয়োজনে।
প্লাস্টিকে মোড়া এ কারাবাস ভালো লাগছেনা আর,
আধখানা চাঁদে জড়ানো আঁধার ভীষণ যে দরকার!
তৃণের সন্তান আমি,
জননী তৃণভূমি-
রহস্য আর তমসা মাখা আশ্বাসের সাগর,
রূপযৌবনা অমরাবতী, জাহাঙ্গীরনগর!
কেমন আছো তুমি?
তোমার মাটির স্মৃতির মানসে-
বেঁচে আছি কি আমি?