পুরুষের দিবস লাগেনা।
সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পারলে
বাসের শেষ কোনায় হলেও
একটি সিট দিও।

পুরুষের দিবস লাগেনা।
বাসায় আসার পর একটু হেসে জিজ্ঞেস করো
‘ ক্লান্ত লাগছে খুব?’

পুরুষের দিবস লাগেনা।
২ মাস ধরে টাকা জমাচ্ছি
সিটি মার্কেটে এক লাল টুকটুকে জামা দেখেছিলাম পুতুলের গায়ে
আমার মেয়েটাকে বড্ড মানাবে
এই মাসের বেতন পেলেই কিনব
দোয়া করো যাতে stock শেষ না হয়ে যায়।

পুরুষের দিবস লাগেনা।
বড় ছেলেটার একটা হোন্ডা লাগবে,
ওর সব বন্ধুরা চালায়।
আমার ছেলে কি সমাজে মুখ দেখাবে না নাকি।
আমার সাইকেল টা বিক্রি করে দেব।
হাতের মোবাইল টাও,
এত দামি মোবাইল চালানর শখ আর নেই
এম্নেই বুজিনে এর অনেক কিছু।
খরিদ্দার পেলে জানিও,খুব উপকার হয়


পুরুষের দিবস লাগেনা।
খালি আমার জুত গুলোর দিকে এভাবে তাকিও না
আমি জানি বদলালে ভাল।
কিন্তু আরো ২ মাস পরা যাবেত
তোমরা তাকালে একটু লজ্জা করে।

পুরুষের দিবস লাগেনা।
ছোট ছেলেটার একটা গিটার লাগবে
তোমরা যাই বল, আমার কাছে ওর গান খুব ভাল লাগে
ওকে বলিনা জদিও
কার জানি একটা গিটার এর দোকান পরিচিত ছিল।
তাকে বলে একটা গিটার কিস্তিতে এনে দেয়ার বেবস্থা করে দিও।
এই উপকারে কোথা কক্ষনো ভুলবো না।

পুরুষের দিবস লাগেনা।
আমার স্বপ্ন আমি পুড়ন করতে পারিনি আমি জানি
আমি জানি আমি ব্যর্থ
আমাকে তা বারবার মনে করিয়ে দিও না

পুরুষের দিবস লাগেনা।
শুধু কষ্ট যে আমারও লাগে সেটা ভুলে যেওনা