নারী! তোমায় চিনতে নারি।
তোমার লীলা বোঝা ভারি।।
বারে বারে জন্ম তোমার ধরাধামে।
ভিন্ন ভিন্ন রূপে ডানে কিংবা বামে।।
কারে ভালোবাসো কারে বাসো না।
যারে বাসো তুমি, তারও অজানা।
অপ্রিয়-প্রিয়কে তোমার; তুমিই জানো।
কারে দূরে ঠেলো, কারে কাছে টানো।।

তোমা হইতে জগৎ-এর উৎপত্তি।
তোমা কর্তৃক এই জগতের নিষ্পত্তি।।
মনের মাধুর্যে তোমার বিশ্বব্রহ্মাণ্ড মুগ্ধ।
রূপের আগুনে স্বয়ং মদনদেব দগ্ধ।।
তোমার অপার্থিব রুপ; আহামরি!
নারী! তোমায় চিনতে নারি।



                       সমাপ্ত