হে রাখী; 16 ই অক্টোবর তোমার জীবন শুরু।
জন্মদাতা সয়ং কবিগুরু।।
গঙ্গা স্নান করে, সবাই মেতেছে তোমায় নিয়ে।
হিংসা বিভেদ ভুলে গিয়ে।।
তুমি সৃষ্টি করেছো ঐক্য-ভাতৃত্ব বোধের বন্ধন।
খাওয়া-দাওয়া বন্ধ, ছিল অরন্ধন।।
ছিলে হলুদ সুতো, আজ তুমি কত না রঙিন।
পরাধীনতার গ্লানি মুছে হয়েছো স্বাধীন।।
রুপের পরিবর্তন হয়েছে; মনকে করেছো জয়।
তুমি বদেলেছো, ভালোবাসা নয়।।
তুমি শরীর; ভালোবাসা যে আত্মা তোমার।
প্রেমিক পুরুষ তুমি; তাই তুমি সবাকার।।
সমাপ্ত