আমি প্রতীক্ষা করছি;
কদম্ব পাদপ অতলে।
তুমি এলে;
হাতে হাতটি রাখলে।
করুন নয়নে তাকালে।
আমায় জড়িয়ে ধরলে।
ঘুম ভেঙ্গে গেলো।
এতখন স্বপ্ন দেখছিলাম।

নির্জন দুপুর।
আমি গিয়ে বসলাম;
কদম্ব পাদপ অতলে।
তুমি আসবে বলে।
কাল বৈশাখীর মেঘ।
অন্ধকার নেমে এলো।
হঠাৎ অশনি সংকেত।

দুনয়ন মেলে দেখি।
সবাই আছে;
কেবল তুমিই নেই।
পেলাম তোমায়, স্বপ্নে।
পরজন্মে নিশ্চই পাবো!
তোমার সৃষ্টি আমার জন্যে।


                  সমাপ্ত