তৃষ্ণার্ত ভালোবাসার পথিক
                   পথে পথে ভিক্ষা চাই।
অগণিত মানুষের ভিড়ে
                  ভালোবাসারে খুঁজে বেড়াই।।
হাঁটিতে হাঁটিতে শরীর অবশ হয়
                   তবু থামেনা আমার হৃদয়।
বারেবারে হোঁচট খায়
                     মানে না মন পরাজয়।।
মনে মনে জালবুনি
                    স্বপ্নের খেলাঘরে।
মা এসে বলবে খোকা
                   চলে আয় আমার তরে।।
বোন এসে বলবে দাদা
                   জড়িয়ে ধরে আমায়।
বধূ এসে বলবে আমায়
                 কতদিন দেখিনি তোমায়।।
বিদীর্ণ হৃদয়ে জুড়াবে জ্বালা
                   হৃদয় উঠবে ভরে।
ভালোবাসার প্রাসাদ হবে
                   স্বপ্নের খেলাঘরে।।


                                সমাপ্ত