প্রিয়তমা, আমি তোমায় ভালোবাসি।
শ্রাবস্তীর মতো তোমার আননকে নয়।
বিদিশার মতো রেশমি চুলকে নয়।
হরিণীর মতো শোভন লোচনকে নয়।
তোমার সুললিত তনুর শ্রী কে নয়।
আমার এই ভালোবাসা শুধু চায়;
তোমার পবিত্র হৃদয়ের স্পর্শ।
প্রিয়তমা, আমি তোমায় ভালোবাসি।

থাকবে না ভোগ বাসনাময় কাম।
থাকবে না রুপের দর কষাকষি দাম।
কিনবো মোরা গৌরবময় চরিত্রকে।
বিসর্জন দেবো আমরা ভোগ বাসনার।
ভালোবাসবো মোরা দেহ নয়, হৃদয়কে।
হয়ে উঠবো আমরা শ্রেষ্ঠ মানবতার।



                       সমাপ্ত