তোমার সংগে শেষ দেখা হয়েছিল রাস্তার মোড়ে,
তখন গোধূলি কাল,
গোধূলির একফোঁটা আলতা ছড়িয়ে দিয়েছে তোমার ফর্সা গালে,
এক অপরূপ গোধূলির সাজে সেজেছ তুমি,
চেয়ে রইলাম আমি মুগ্ধ নয়নে।

একখানা বাস এলো,
তুমি এক পাঁ এগিয়ে দু’পাঁ পিছিয়ে
যেতে যেতে আবার এলে ফিরে,
ছেড়ে দিলো বাস।

আরো কাছে এলে তুমি,
দু’হাতে জড়িয়ে ধরলে হাত,
আমি তোমার চোখে চোখ রাখলাম,
তোমার গভীর কালো ছলছল চোখ,
আবেগআল্পুত কণ্ঠস্বর, আবার দেখা হবে তো, ৩১ ডিসেম্বর?

আমি বললাম, তুমি নিজের কথা ভাবো,  
তুমি আসবে তো! হৃদয়ের আকুতিতে ডাকলে তোমায়?
বেরসিক হর্ন বাজিয়ে আরেকটা বাস এলো,
তুমি বাসে উঠতে উঠতে কতবার তাকালে,
আমি মৃদুকণ্ঠে বললাম, আসবে তো? আসবে...
তোমার চোখে তখন নেমেছে বর্ষা,
গণ্ডদেশে স্রোতস্বীতিন নদী।  

তারপর কেটে গেছে কতকাল,
কত জোয়ার এসেছে পদ্মা-মেঘনায়,
কত বসন্ত কেটেছে,
কত গোধূলি, কত ৩১,
আর কোনোদিন দেখা হলো না।
আমাদের দেখা হবে
হয়তো দেখাদেখি হবে না,
তুমি দেখবে আমার কফিন, ফেসবুকের টাইমলাইনে,
হয়তো কাঁদবে,
আমাকে দেয়া তোমার প্রতিশ্রুতি তোমায় কাঁদাবে,
আমার প্রতি তোমার অবহেলা তোমায় কাঁদাবে,
তুমি কাঁদবে আর বলবে, কেনো চলে গেলে?
আমি তখন আর হাসি কান্নার জগতে নেই।
সমাপ্ত।