হে উদাসীন প্রাণ-
হয়তোবা তুমি আজ জান না,
দগ্ধ পৃথিবী, দগ্ধ জীবন-
আর হাসিময় জীবনে বেদনার পরিস্ফুটন।
ভয়ানক তোমার হাতছানি
তুমি কে? কি তোমার পরিচয়?
তুমি তো মারতে চাও অবুঝ অবোলাকে,
আর ছায়াকুঞ্জকে ভরিয়ে দিলে অগ্নিপিণ্ডতে;
তুমি পাষণ্ড, তুমি কুৎসিত-
তোমাদের বুক ছুরির আঘাতে করবে ছিন্ন আর বিছিন্ন
সেই ধুলিমাখা উলঙ্গ শিশুটি;
যাদের ক্ষুধা মিটিয়েছ তোমরা
জ্বলন্ত উল্কা পিণ্ডর গুলি দিয়ে,
এখনও তোমরা জান না
অবিলম্বে মেটাবে তোমাদের বোঝাপড়া
শেষ বিদায়ের দিনে।