শিঞ্জিনী তুমি কেঁদো না একা-
পাশে’তো আমিও আছি,
ছিন্ন ভিন্ন তোমার হৃদয়ের তলে
আমি রয়েছি কাছাকাছি।
দিনের পাখি এল গেল
সূর্য ডুবে সন্ধ্যা এল,
তুমি এখনও একা বসে
চাঁদটা তাই আলো ছড়াল।
নবীন চাঁদটা ভরাল মন
নিস্তব্ধ হয়ে একা বসে-
হাতটা তুমি ধরলে চেপে
এগিয়ে আসব তোমার পাশে।
ওহে শিঞ্জিনী,এখন কেন
ভুলে গিয়েছ আমায়,
তোমার মনের অধরা সুবাস
লেগে রয়েছে তোমার জামায়।
চুপ করেই থাকবে শিঞ্জিনী,
কবে পুরানো দিনের মত পাশে এসে বসে;
আমি অপেক্ষারত হয়ে বসে আছি
জানি তুমি একদিন গান শোনাবে।