বিদায়ের ক্ষণে দেখতে চেয়েছি তোমার মুখের মৃদু হাসি;
শুধু দূরে নয় ছিলাম আমি অন্তরেতে তোমায় ভালোবাসি।
মুখে ছিল কথা বেদনার ব্যথা,
তবুও হেসেছি বারে বারে।
আঁধারেতে ঢাকা চারিদিকে ফাঁকা
এখন রয়েছি কার ঘরে।
কেন অঙ্গ শয্যারত হয়ে ঘনঘন কাঁদে মৃত্তিকার তলে;
নিয়ে এলে ব্যথার মালা সাজিয়ে দিলে তুমি কার গলে।
সিঁদুরের টিপ নিভে গেল দ্বীপ
অশ্রুসিক্ত তোমার বদন;
শয়ন মন্দিরে ঠেলে দিলে তারে
নিরুদ্দেশ তোমার সদন।
কেঁদে ওঠে পুরনারী,ওহে মন্দিরে হয়নি এখনও ভোর;
কেবল ডুবল রবি পারি দিতে হবে ওগো দূর তেপান্তর।