বউ কথা কও
--সুব্রত ভারতী
বউ কথা কও।
কইবো না,
আমি কি বউ যে কথা কইবো?
অভিমানী ভালবাসা, অভিমানী কাছে আসা;
অভিমানী চেয়ে থাকা, অভিমানী একা একা,
বউ কথা কও।
উফ! কইবো না, কইবো না কথা।
চেয়ে থাকি তোমার ঠোঁটের ডগায়,
চেয়ে থাকি তোমার কথার ভাষায়,
বউ কথা কও।
কথা কয় দু’নয়ন, কথা কয় কনক কানন;
আজ হোক তবে-
আজ হোক তবে হৃদয়ে-হৃদয়ে আলাপন,
বউ কথা কও।
গাও গান চেয়ে থাকি, ভালবাসা দেয় উঁকি;
আমার হয়ে থাক তুমি, আমার হয়ে সখী।
বউ কথা কও-
না কইবো না,
আমি কি বউ যে কথা কইবো,
হ্যাঁ আমি তোমার বউ।