ফুলের সুবাস, চাদের হাসি
               মাকে আমি ভালোবাসি।
মা আমার চোখের মনি,
              এটাই শুধু আমি জানি।
মা'র চেয়ে আপন কেহ নাই,
              মায়ের জন্য জীবন দিতে চাই।
দেখিলে মায়ের মুখ,
              ভূলে যাই সব দুঃখ।
মায়ের পদতলে,
             সন্তানের বেহেস্ত মিলে।







                                              (হালিমা আক্তার)