পড়ার সময় মশার কামর
সে কি ভিষন জালা,
কানের কাচে ভু ভু শুরু
কানটা জালা ফালা,
যতই বলি অ মশা ভাই
পায়ে তোমার পরি,
রক্ত খেয়ে মশা বলে
আই এম ভেরি সরি!
এই কথাটা শুনার পরে
কি আর আমি করি
রক্ত খেয়ে মশা এখন
বাইছে মরণ তরী ।
(শারমিন আক্তার)