এক অলস ছেলে
        তার দিনটা যায় খেলে,
সে হাত দিয়ে রাখে তার বেলে।
        পরে শুধু ফান্দে
              সে শুদু কান্দে,
তার রোল তের
          পরে শুধু ফের,
তার চোখ দুটো টেরা
            সবাই বলে দাড়া।
সে দেখতে মোটা
            সব মেয়েরা বলে টা,,,,টা,,,,টা,,,,।



            (মুন্নি, সুলতানা, শান্তা)