আপেল খাব,
     কমলা খাব,
         আরো খাব আনার,
তোমার কাছে আমার ওগো আছে কিছু জানার।

  গোলাপ দেব, বেলি দেব,
       আরো দেব টগর
তোমার চোখ দুটোনা অনেক ডাগর ডাগর।

আঙ্গুর খাব, লিচু খাব,
    আরো খাব ডাব,
তোমার সাথে আমার কিন্তু অনেক বেশি ভাব।


    তোমায় আমি দেব ফুল,
             আরো হাসনাহেনা,
তুমিনা আমার কথা একটুও ভাবোনা।

     ফল খাবে, ফুল পাবে,
            আরো খাবে লিচু,
তুমি কিন্তু আমার জন্য ঘুরনাকো পিছু।
        দেবতো অনেক ফুল,
             বুঝবেনা আমায় ভূল।

     জুঁই দেব বেলি দেব,
            আরো কসমস,
বলাতো যায় না সম্পর্ক হয় কখন তছনছ।

     ফলতো খাবেই,
     আরো অনেক স্ট্রবেরি,
সত্যি এখন তোমার সাথে দেব আমি আড়ি।
    আসব চুপিচুপি
     আনব সূর্যমুখী,
গুজব তোমার খোপায়।
নুপুর তোমার দু'পায়
নুপুরের রিনিঝিনি
লাগে অনেক ভালো
তুমি আমার আঁধার
             একমাত্র আলো।
মিষ্টি তোমার হাসি
       তোমাকে অনেক ভালোবাসি।

        তাল খাব, বেল খাব,
        আরো খাব বেনানা,
আমার ভালবাসা কিন্তু নয় ১৬ আনা।
ভালবাসতে তোমায় আমি করিনিতো মানা।


আমার মনের মাঝে তুমি ময়না,
তোমার জন্য আনব আমি ভারি গয়না।