বিশ্বের প্রান্তরে কেউ জানে না,  
তবে একটাই স্বপ্ন, একটাই আশা।  
আলোবিহীন রাত, অন্ধকার পথ,  
সবাই খুঁজে চলে—একটা নতুন সূর্যোদয়।  

ভাষা, ধর্ম, জাতি সবই চলে,  
তবে হৃদয়ের ভাষা একটাই তো,  
মিলনের গান, ভালোবাসার ঢেউ,  
যতই দূর হোক, একসাথে চলা।  

আমরা সবাই একে অপরের গল্প,  
মহাসমুদ্রের মতো মিলানো স্রোত,  
যতই ভিন্ন হই, তবুও যেন  
আধাঁর রাতেও আমরা এক আকাশে।  

দ্বীপের মতো, পাহাড়ের মতো  
একটুকু তৃষ্ণা—একটুকু পানি,  
এ পৃথিবীটুকু ভালোবাসা চাই,  
আর কিছু না, শুধুই মানবতা।  

চিরকাল হোক এই আমাদের গান,  
যতই সময় বয়ে যায়, তবুও হারাবে না,  
বিশ্বের সব প্রান্ত থেকে এক সুর ভেসে আসবে—  
এটাই হোক আমাদের একমাত্র ভাষা, বিশ্বজুড়ে।