স্বামীতে তুষ্ট নয় যে নারী
সে সুখী হয় কবে!
একে না হলে সুখি-
তিনে মিলে খায় তারে;
মরা গরু খায় শুকুন
যেমন ভাগাড়ে।।
তিনজনার আশা করে
ছয়জনার পাল্লায় পড়ে
গোল্লায় যায় সে নারী
যে লোভে ‘এক’ ভূলে।।
স্বামীর সোহাগ একান্ত গোপন
পর-পুরুষ দেখায় স্বপন-
ছাড়লে স্বামী হতভাগী
শান্তি নাহি আর মিলে।।
থাকিতে জ্ঞাতি-জাতি
স্বামী চরণে করো ভক্তি;
একেতে হয়ে একাকার
দেখো মুক্তি কি মেলে!