ফকিরী আর ফিকিরী
দুই বাহনে দুই দরকারী।
একেতে নেই অন্যের স্থান।
ফিকির করলে মিলে ফিকির
ফকির মেলে ফকিরিতে;
ভাব বুঝে অথৈ জলে ডুব দিলে।
ফিকিরিতে অন্তর উৎসর্গিলে
ফিকির গোলাম সদায় মেলে
ফকির করে মেহেরবান।
ফকির সেঁজে ফিকির করলে
অন্তর ভাগ হয় দু’দলে
নছিবতে মেলে অপমানের ভার।
ফিকির যদো করো মনা;
ফকির তুমি সেজঁনা, অন্তর হতে-
দূর করো মুনাফিকানা,
একেতে করো কাজ-কারবার।
যে ভাবে চাইবে, পাইবে সেভাবেই,
ফকির-ফিকিরের করো মর্মোদ্ধার।