আখাড়ার খরমপুরে
কল্লা শহীদ বসত করে
ভক্তগণের মিলন-মেলা
মাজার শরীফ প্রাঙ্গনে।
ভক্ত আসে-ভক্ত যায়
কতো আসে যায়।
কেউবা কেল্লাশাহকে পায়
কেউবা করে হায় হায়।
কোন আশেক ভক্তিভরে
বরমাগে করজোড়ে
কেউবা প্রেমেরী-
নামাজে লুটায়।
নামাজে গেলে পড়ে
দয়ালকে স্বরণ করে
ভক্তিভরে জনমের
প্রণামও জানায়।
প্রেমের চোখের চাইলে পরে
প্রেমিকগণ সব চোখে পড়ে
প্রেমের শৃঙ্খলে সবাই
রয়েছে তথায়।
কোন আশেক জিকির করে
বকুল গাছের নিচে বসে।
কেউবা নদীর ওপারে ভক্তিতে লুটায়।
কেউবা আবার সীমানা প্রাচীরে
ভক্তি ভরে চুম্মন করে-
কল্লার প্রেমে মজিছে নিরালায়।
কেউবা আবার নেহের করে
কেল্লা, সদায় আল্লাহ আল্লাহ করে
কেউবা প্রেমের জুব্বা পড়ে
হাৎটছে মাজার অন্দরে।
আখাউড়ার খরমপুরে
প্রেম খেলা চলছে পুরোদমে
প্রাঙ্গনে আসীনদের কেল্লা
'প্রেম সনদ' বিলায়।