জীবনে অনেক বড় হও;
এই আশিষ পূঁজি নিশিদিন,
চৈত্রের পহেলা বাসরে
যেভাবে উদয় হয় ‘অহন-দিনমনি’
সেইরূপ আলোকিত করো
আগত জীবনের প্রতিটি নবপদ।
পূঁজি মুই তোমাদের তরে-প্রতিটি পলক
হে অঙ্গজ; বড় হও জ্ঞানের ও মানের মাপে
হারাও সসীম থেকে অসীম অগাধে।
কি আর করিব আরতি, এই দীনে!
হরিদশ্বের ধরিত্রির ন্যায়,আলোকিত করো-
জীবন-প্রসূন, বিশ্বহিতের পরে।
গোলাপের মতই বিকশিত হও; স্বীয়গুনে মাতোয়ারা করো
যতো সব উর্বী সূনু।
*******
প্রথম প্রকাশ, ২০/০৭/২০০৭, দৈনিক রূপসী বাংলা