বাঘের ভয়ে হিংস্র হায়েনা যেভাবে-
প্রাণ বাঁচাতে মারিয়া হয়ে
এলোপাতারী দৌড়ায়।
আমি তেমনী দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে
দৌড়াচ্ছি।

আমি কি মৃত্যু ভয়ে ভীত?
অথচ ভতি নই।
প্রীতিডোরের শৃঙ্খলে পড়ে
অথবা মহা মিলনের অপেক্ষায়-
খামোকাই দৌড়াচ্ছি।

আমি কি গোলাম! গোলামী শিখেছি?
তবে কি প্রেমিক! প্রেম কিছু শিখেছি?
গোলামীও নয়! প্রেমও নয়!
গোলামী-প্রেমের সংজ্ঞা ভূলে
অকারনেই দৌড়াচ্ছি।