তোমারি চরণে করি আত্মসমর্পণ
হে মহান প্রভু আমার।
ইহ জীবনে যত আছে গোলামী আমার—
সবই সমর্পণ করি চরণে তোমার।

তুমি মহান, মহান তোমার দয়ার ভাণ্ডার,
তুমি দয়া না করিলে, কী উপায় হবে আমার!
তোমার চরণে করি আত্মসমর্পণ,
গোলামী ছাড়া আর কী আছে আমার—
যা করিতে পারি অর্পণ।
তোমারি চরণে করি আত্মসমর্পণ।

সঁপে দিতে চাই জীবন ও মরণ,
শহীদ হতে চাই—
যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তার কারণ।
তোমারি চরণে করি আত্মসমর্পণ।

নাই ধন, নাই দৌলত,
না আছে নাই—তা নাহি আমি চাই।
যদি আল্লাহর অনুগ্রহ পাই—
আর তো চাওয়ার কিছু নাই।
তোমারি চরণে করি আত্মসমর্পণ।

ঈমান আমার ধন, বিশ্বাস আমার দৌলত,
এই ধন থাকিলে আর কী লাগে কোনো দৌলত!
এই পৃথিবীর মাটি নহে আমার ঘাঁটি,
দাও না আমায় দিয়ে একটি জান্নাতের পাটি।